মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সুরমা পাড়ে পরিচ্ছন্নতায় তিন ব্রিটিশ এমপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সুরমা পাড়ে পরিচ্ছন্নতায় তিন ব্রিটিশ এমপি

কিনব্রিজ, আলী আমজদের ঘড়ি আর চাঁদনীঘাটের সিঁড়ি; সিলেটের ঐতিহ্যের তিন স্মারক। সুরমা পাড়ের এই তিন স্থাপনা মুগ্ধ করে সিলেট ভ্রমণে আসা পর্যটকদের। পর্যটকদের পাশাপাশি খোলা হাওয়ায় সময় কাটাতে প্রতিদিন বিকালে এসব স্থাপনার কাছে ভিড় করেন নগরবাসী। কিন্তু পর্যটক আর স্থানীয়দের ফেলা ময়লা-আবর্জনায় সুরমাপাড়ের পরিবেশ  নোংরা হয়ে ওঠে।

গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সুরমা গ্রিন সিলেট’-এর কর্মীরা সুরমাপাড়ের সৌন্দর্য দেখাতে নিয়ে যান ব্রিটিশ তিন এমপিকে। এ সময় সুরমাপাড়ের চাঁদনীঘাট এলাকায় ময়লা পরিষ্কারে নেমে পড়েন ব্রিটেনের কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান পল স্কালি এমপি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যান মারগারেট মেইন এমপি এবং বব ব্ল্যাকম্যান এমপির নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা সুরমাপাড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে ব্রিটিশ এমপিরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বদলে যাচ্ছে আবহাওয়া। এ কারণে গোটা বিশ্ব আজ হুমকির মুখে। নদীতে ময়লা ফেলার কারণে নদীর পরিবেশ নষ্ট হচ্ছে। সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে ব্রিটেন সরকারের সহযোগিতার আশ্বাস দেন ব্রিটিশ এমপিরা।

সর্বশেষ খবর