রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মানুষ এখন সিঙ্গাপুর খুঁজছে

-মজিবর রহমান সরোয়ার, সভাপতি, বরিশাল বিএনপি

মানুষ এখন সিঙ্গাপুর খুঁজছে

বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, আওয়ামী লীগ শুধু পদ্মা সেতুর উন্নয়ন মানুষকে দেখাচ্ছে। মানুষের প্রশ্ন, বরিশালের ‘সিঙ্গাপুর’ কোথায়। কেউ ভাঙা রাস্তা দেখিয়ে বলেন, এটাই সিঙ্গাপুরের রাস্তা মনে করে চলেন। তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) শুধু উন্নয়নের গল্প শুনিয়ে মানুষকে ধোঁকা দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, বিদেশে পাচার করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ। সরোয়ার বলেন, ২০১৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর রাজনীতি বিধ্বস্ত। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচন করায় আওয়ামী লীগসহ সব দলই রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুশাসন, আইনের শাসন কায়েম করতে গেলে একটা ‘ব্যালান্স গভর্নমেন্ট’ প্রয়োজন। সংসদে বিরোধী দল না থাকায় সরকার ও রাজনীতি ভারসাম্যহীন হয়ে পড়েছে। জবাবদিহিতা বলতে কিছু নেই। এ কারণে তারা দুর্নীতির লাগাম টানতে পারছে না। তিনি বলেন, সরকার সিটি নির্বাচন যত ফেয়ার করার কথাই বলুক না কেন, ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর মানুষকে ভোটে ফেরানো কঠিন। ওই নির্বাচনের কারণে দেশে বড় ধরনের দুর্যোগ নেমে এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় বসার জন্য রাষ্ট্রের সব অঙ্গ-প্রত্যঙ্গকে ধ্বংস করে দিয়েছে।

সর্বশেষ খবর