মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
জিসানের শাকিল রিমান্ডে

জানতে চাওয়া হয় মিশনের ছক

নিজস্ব প্রতিবেদক

বিদেশে পালিয়ে থাকা শীর্ষসন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিল মাজহারের কাছে তার মিশনের পরিকল্পনার ছক সম্পর্কে জানতে চেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।  রিমান্ডে এনে গতকাল প্রথমদিনের মতো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ওই পরিকল্পনায় কাদের ভূমিকা কী থাকার কথা ছিল তাও জানতে চাওয়া হয়েছে। তবে, শাকিল কী জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা তা প্রকাশ করতে রাজি হয়নি। অবশ্য গ্রেফতারের পর র‌্যাব জানিয়েছিল, আন্ডারওয়ার্ল্ডের দখল নিতে দুবাই থেকে দেশে আসেন শাকিল মাজহার। র‌্যাবের তৎপরতায় তার ‘মিশন’ ব্যর্থ হয়। মোহাম্মদপুর থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত।  আদালত সূত্র জানায়, শনিবার শাকিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন র‌্যাব-২ এর পরিদর্শক আবদুল হামিদ খান। ওইদিন ভোরে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয়টি গুলি জব্দ করা হয়। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর