বাংলাদেশি অণুজীববিজ্ঞানী ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের প্রধান বিজ্ঞানী অধ্যাপক ড. বিজন কুমার শীল বলেছেন, করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নেই। তাই সবাইকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। করোনা সংক্রমণের আরও বেশি পরীক্ষা করাতে হবে। এতে পজেটিভ-নেগেটিভ যা-ই আসুক, ব্যবস্থা নেওয়া যাবে। রোগীদের আইসোলেশনে নিয়ে আসা সহজ হবে। স্বাস্থ্যবিধি মানতে সবার মধ্যে ‘গা ছাড়া ভাব’ দূর করতে হবে। সবাইকে অবশ্যই মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলতে হবে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন গণবিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। আলাপচারিতায় তিনি বলেন, ‘এখন সবকিছুই উন্মুক্ত হয়ে যাওয়ায় আমরা মাস্ক কেউ পরছি না। স্বাস্থ্যবিধি না মেনে ঘুরে বেড়াচ্ছি। সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। ঘরের বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাইরে থেকে এসে ভালোভাবে হাত-মুখ ধুয়ে গরম পানি দিয়ে গার্গল করতে হবে। এতে গলায় ভাইরাস থাকলেও মারা যাবে। পাশাপাশি ভিটামিনসমৃদ্ধ খাদ্যাভ্যাস বাড়াতে হবে।’ ড. বিজন শীল বলেন, ‘কোনো অবস্থাতেই এমন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না, আপনি অন্যকে আক্রান্ত করবেন বা অন্যের মাধ্যমে আপনি আক্রান্ত হবেন। যখন আপনার মুখে স্বাদ থাকবে না, নাকে গন্ধ চলে যাবে, সামান্য জ্বর থাকবে, তখন আপনাকে মনে করতে হবে আপনি করোনা আক্রান্ত। তখন থেকেই আপনাকে আলাদা থাকতে হবে। যত দ্রুত আপনি ব্যবস্থা নেবেন ততই আপনি ভালো থাকবেন। কাশি বা শ্বাসকষ্ট হলে তখন কিন্তু বিলম্ব হয়ে যায়। বাড়িতে বসেই জানতে পারবেন, আপনি আক্রান্ত কি না। আপনি অসুস্থ হলে বুঝতে পারবেন, স্বাভাবিকতা থেকে আপনি অন্য রকম অনুভূতি পাচ্ছেন।’ তিনি বলেন, এখন কিট আসায় করোনা শনাক্ত আরও সহজ হয়েছে। সে ক্ষেত্রে মাত্র ১৫ মিনিটে করা যাবে করোনা পরীক্ষা। দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে। এটি একটি ইতিবাচক দিক।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
স্বাস্থ্যবিধি মানতে গা ছাড়া ভাব দূর করতে হবে
-ডা. বিজন কুমার শীল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর