রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে দেখা যায়নি

-শফিকুল ইসলাম শিমুল

আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে দেখা যায়নি

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের দল। জন্ম থেকে দলটি গণমানুষের জন্যই রাজনীতি করে আসছে। এই মুহূর্তে বড় সংকট করোনা মোকাবিলা। এ ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা করা। আওয়ামী লীগ এ কাজটিই প্রাধান্য দিয়ে করছে। তিনি আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রথম থেকেই আওয়ামী লীগ মানুষের পাশে আছে। রাজনীতি যদি হয় মানুষের জন্য, তাহলে বলব মানুষকে বাঁচানোই এখন বড় রাজনীতি। আওয়ামী লীগ এ কাজটিই করছে। পাশাপাশি সীমিত আকারে সাংগঠনিক কাজও চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, করোনার শুরু থেকে এখন পর্যন্ত নাটোরের জনগণের পাশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে তেমন একটা দেখা যায়নি। করোনা দুর্যোগে রাজনীতি করা উচিত সাধারণ মানুষকে নিয়ে। জনগণ যাতে নিরাপদ থাকে এ বিষয়ে মাঠে কাজ করা উচিত। কিন্তু সেভাবে নাটোরে আওয়ামী লীগ ছাড়া কোনো দলকেই কাজ করতে দেখা যায়নি। নাটোর জেলাজুড়ে আওয়ামী লীগই মাঠে ছিল। বিএনপিসহ অন্য দলগুলোর কোনো ভূমিকা দেখা যায়নি।

শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ত্রাণসামগ্রী সঠিকভাবে বণ্টনের জন্য উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, মেয়র, ওসি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে তালিকা করে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। নাটোর জেলা আওয়ামী লীগ শুরুতে ঘোষণা দিয়েছিল কাউকে না খেয়ে অভুক্ত থাকতে হবে না। তারা তাদের কথা শতভাগ রেখেছেন। সত্যিকার অর্থেই আওয়ামী লীগ যে দেশ, মাটি ও মানুষের দল নাটোরবাসীকে তা মানবিক কাজের মাধ্যমে প্রমাণ করেছে।

সর্বশেষ খবর