বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

দাবিনামা গলায় ঝুলিয়ে আওয়ামী লীগ এমপি সংসদে

নিজস্ব প্রতিবেদক

দাবিনামা গলায় ঝুলিয়ে আওয়ামী লীগ   এমপি সংসদে

দাবিনামা গলায় ঝুলিয়ে সংসদের বৈঠকে যোগ দিয়ে নয়া নজির গড়েছেন পটুয়াখালী-৩ আসনের সরকার দলীয় এমপি এস এম শাহজাদা। তার গলায় ঝোলানো প্ল্যাকার্ডে  লেখা ছিল স্থানীয় জনগণের একটি গণদাবি, ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না-বাঁধ চাই’। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সময় তিনি এ নজির স্থাপন করেন।

বাজেট আলোচনায় অংশ নিয়ে এস এম শাহজাদা এলাকাবাসীর দাবির প্রসঙ্গ তুলে ধরে বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর আমি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলাম। তখন আমাকে জনগণের রোষানলে পড়তে হয়েছে।

উপকূলের অনেক সংসদ সদস্যকেই এই পরিস্থিতিতে পড়তে হয়।  এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান। উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে আমি নিজের গলায় এই প্ল্যাকার্ডটি গলায় ঝুলিয়েছি। এলাকাবাসীও এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল।

সর্বশেষ খবর