শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভাসানচরে গেল ৩৭৯ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৭৯ জন রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছে পুরুষ ১৩২ জন, মহিলা ৯৮ জন ও শিশু ১৪৯ জন। গতকাল বেলা ১২টায় চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজ বিএনএস পেঙ্গুইনে করে তাদের ভাসানচরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত বুধবার বেলা ১১টার দিকে ১২৬টি পরিবারের ২৫৭ জন এবং বিকাল পৌনে ৫টার দিকে ৪২টি পরিবারের ১২২ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ থেকে বাসযোগে চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখান থেকে নৌবাহিনীর জাহাজযোগে তাদের ভাসানচরে নেওয়া হয়। এ নিয়ে কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরের আশ্রয় কেন্দ্রে ১৮ হাজার ৪০৫ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়।  বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক বলেন, জাতিসংঘ, ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থা যাওয়ার পর রোহিঙ্গাদের মধ্যে আস্থা ফিরেছে। এখন ভাসানচরে যেতে অনেকে আগ্রহী।

 সর্বশেষ গতকাল ৩৭৯ জনকে পাঠানো হয়। ভাসানচরে প্রায় ১ লাখ রোহিঙ্গাকে রাখার ব্যবস্থা আছে। সেখানে তাদের প্রয়োজনীয় সব ব্যবস্থাপনা আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর