বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় পাঁচ আসামির ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার খালিশপুরে ১৫ বছরের শিশুকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আবদুস ছালাম খান এ রায় দেন।

রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি আলী আকবর হৃদয় ও মেহেদী হাসান ইবুকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। অন্য তিন আসামি সোহেল, আবদুল্লাহ ও মোহন পলাতক। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ্যায় খুলনার খালিশপুর থেকে ভুক্তভোগী শিশুকে অপহরণ করা হয়। তাকে খাবার কিনে দেওয়ার কথা বলে মোরসাইকেলে চরেরহাট এলাকার কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন আসামিরা। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে বিহারি কলোনির পাশের রাস্তার ওপর ফেলে রেখে যায়। তারা শিশুটির পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধমকি দেয়। এ ঘটনায় ২৪ মার্চ খালিশপুর থানায় দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিন আসামির বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা। একই বছরের জুনে খালিশপুর থানা পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আইনজীবী ফরিদ আহমেদ জানান, এটি একটি দৃষ্টান্তমূলক রায় হয়েছে। তাঁর আশা, এতে অপহরণ ও ধর্ষণের মতো অপরাধ কমবে।

 

 

সর্বশেষ খবর