রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নির্বাচনে ভেদাভেদ ভুলে যাবেন নেতা-কর্মীরা

------- কে এম হোসেন আলী হাসান

নির্বাচনে ভেদাভেদ ভুলে যাবেন নেতা-কর্মীরা

সিরাজগঞ্জে আওয়ামী লীগ আগের তুলনায় অনেক শক্তিশালী। স্থানীয় সরকার নির্বাচন ও নেতৃত্ব নিয়ে দলে ছোটখাটো দ্বন্দ্ব রয়েছে। তবে তা নির্বাচনের আগেই নিরসন হয়ে যাবে। প্রতিটি সাংগঠনিক থানা ও ইউনিয়নে কমিটি হয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ-যুবলীগ-কৃষক লীগ-স্বেচ্ছাসেবক লীগ সুসংগঠিত। জেলা যুবলীগের কমিটি নির্বাচনের আগেই হবে। সংসদ নির্বাচনে নেতা-কর্মীরা সব ভেদাভেদ ভুলে যাবেন। সরকার যে উন্নয়ন করেছে আগামী নির্বাচনে জনগণ তার মূল্যায়ন করবেই। দলের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, টানা তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার সিরাজগঞ্জে উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়েছে; যা অতীতে কেউ কল্পনাও করেনি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও শক্তিশালী ও গণমুখী করে তোলা হচ্ছে দলকে। সিরাজগঞ্জের জনগণ জেলার ছয়টি আসনেই আওয়ামী লীগকে জয়ী করবে। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, পরীক্ষিত ও ত্যাগীদের সম্পৃক্ত করা হবে। আমরা সবসময়ই আসনগুলোয় পরীক্ষিত, সৎ ও ত্যাগী নেতৃত্বের প্রত্যাশা করি।

 

সর্বশেষ খবর