শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ঝিনাইদহে আওয়ামী লীগ অফিসে ককটেল ময়মনসিংহে গুলি

প্রতিদিন ডেস্ক

ঝিনাইদহে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল নিক্ষেপ এবং ময়মনসিংহে গুলি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ককটেল উদ্ধার করেছে পুলিশ। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বিএনপি নেতারা এই ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য।

ঝিনাইদহ : বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয় লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত চারটি ককটেলের খোসা ও অবিস্ফোরিত পাঁচটি ককটেল উদ্ধার করেছে। এর প্রতিবাদে গতকাল জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  শেষে শহরের পায়রা চত্বরে গিয়ে সমাবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা। সড়কের নিরাপত্তা প্রহরী বাবলু মিয়া জানান, রাত দেড়টার দিকে হঠাৎ আওয়ামী লীগ কার্যালয়ের পেছনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ হয়। পরে পুলিশ সেখানে আসেন। ওই সময় পুলিশ এসে অফিসের পেছন থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে। ময়মনসিংহ : বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি ও বোমা ফাটিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, বিএনপি-জামায়াত এই ঘটনায় জড়িত। এ ঘটনায় রাতেই বিএনপির ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান জানান, ‘মামলায় উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের নামসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল জানান, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আমাদের এক কর্মী ফোন করে ভাঙচুরের বিষয়টি জানায়। পরে কার্যালয়ে গিয়ে জানতে পারেন, গুলি করে এবং বোমা ফাটিয়ে অফিস ভাঙচুর করা হয়েছে।’

এদিকে ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে দলীয় কার্যালয়-সংলগ্ন ধোবাউড়া বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ। এ সময় উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে গুলি ও ভাঙচুরের অভিযোগকে কাল্পনিক আখ্যা দিয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ‘ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমরা এলাকাছাড়া। এরই মধ্যে অনেকে ঢাকায় চলেও গেছেন। আমাদের পক্ষ থেকে এই হামলার প্রশ্নই ওঠে না।’

সর্বশেষ খবর