মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রে ওয়াসা এমডির ১৪ বাড়ি

দুদকের অনুসন্ধানের অগ্রগতি জানতে চান হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা দুটি অভিযোগের অনুসন্ধানের অগ্রগতি জানতে চেয়েছেন হাই কোর্ট। দুর্নীতি দমন কমিশনকে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে বলেছেন আদালত। গতকাল এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।

আদালতে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। গতকাল একটি জাতীয় দৈনিকে ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একাধিক শহরে ১৪টি বাড়ি কিনেছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম। বাড়িগুলোর দাম হাজার কোটি টাকার বেশি, যেগুলো তিনি বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কিনেছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা ওয়াসার শীর্ষ এ কর্মকর্তার বাড়ি কেনার টাকার উৎস ও লেনদেনের তথ্য খতিয়ে দেখছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও একাধিক গোয়েন্দা সংস্থা। আমেরিকায় তাকসিমের বাড়ি কেনা এবং অর্থ পাচারকারী হিসেবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থায় তার নাম থাকা নিয়ে দুটি অভিযোগ জমা পড়েছে দুদকে।

সর্বশেষ খবর