শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন বাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।  গ্রেফতারকৃতরা হলো- মো. নুর আলম (৬০) ও ওয়াজিয়ার রহমান ওরফে বাবুল (৫২)। বৃহস্পতিবার রাতে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, ফাঁকা চেকসহ জালিয়াতির কাজে ব্যবহƒত অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বলেন, প্র্রাথমিক জিজ্ঞাসাবাদেই গ্রেফতারকৃতরা অপরাধের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিত এবং দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। চক্রটি জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া ও নকল কাগজপত্র, ভুয়া নিয়োগপত্র তৈরি করে কাছে রাখতো। এ চক্রের কিছু পেইড এজেন্ট রয়েছেন, যারা বেকার ও শিক্ষিত যুবকদের কাছে নিজেদের চাকরি পাওয়ার বিষয়টি শুনিয়ে আস্থা অর্জন করেন। পরবর্তীতে উচ্চ বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের বেকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে সেসব ভুয়া নিয়োগপত্র দিত। চাকরিতে যোগদান করতে না পেরে ভুক্তভোগীরা প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলেও তা পাননি। উল্টো তাদেরকে ভয়ভীতি দেখানো হতো। এমনকি প্রাণনাশের হুমকিও দিত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সর্বশেষ খবর