আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বসে নেই পাঁচ সিটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিএনপি এ নির্বাচনে অংশ না নিলেও খালি মাঠেও দিনরাত ঘাম ঝরাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা। বিশেষ করে গতকাল জুমার দিনে মসজিদে নামাজ সেরে সব প্রার্থী মুসল্লিদের কাছে দোয়া চান, আহ্বান করেন নিজেকে ভোট দেওয়ার। বসে নেই কাউন্সিলর প্রার্থীরাও। দলীয় মনোনয়নের বিষয় না থাকলেও তারা ভোটের মাঠে ঘুরে বেড়াচ্ছেন দলীয় প্রভাব নিয়েই
প্রচারণায় আনোয়ার আরিফও অনড়
জুমার নামাজে প্রচারণায় প্রার্থীরা
মাঠ ছাড়ছেন না লিটন চলছে প্রচারণা
ঘরোয়া বৈঠকে খালেক, মধু মসজিদে খুতবায় আউয়াল
হিসাব কষে হন্যে হয়ে ছুটছেন প্রার্থীরা