জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কয়েক দিনের কলমবিরতিতে স্থবির হয়ে পড়েছে এনবিআরের সব কার্যক্রম। পরিস্থিতি বিবেচনায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। আগামীকাল বেলা সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে আলোচনা হবে। গতকাল এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন। তার পরও কলমবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। এ সময় বলা হয়, ‘শুনেছি অর্থ উপদেষ্টা মহোদয় এনবিআর কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসবেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ অবস্থায় আমাদের কর্মসূচি আগামীকাল (আজ) একইভাবে ৯টা থেকে ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা কলমবিরতি চলবে। পরবর্তী কোনো আপডেট থাকলে আমরা সবাইকে জানিয়ে দেব।’ এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কলমবিরতিতে ঢাকাসহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ক-কর কার্যালয়গুলোতেও তেমন কোনো কার্যক্রম চলছে না। এতে বাড়ছে আমদানিসংক্রান্ত ব্যবসাবাণিজ্যের ভোগান্তি। রাজধানীর ভ্যাট ও কর কার্যালয়েও তেমন কাজ হচ্ছে না। এতে স্থবির হয়ে পড়ছে এনবিআরের সব কার্যক্রম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, উপকমিশনার সানজিদা খানম, উপকর কমিশনার আয়েশা সিদ্দিকা। লিখিত বক্তব্যে বলা হয়, ‘করদাতা ও সেবাপ্রার্থীদের এ আন্দোলনে সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে তাদের এ সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ও রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে। আমাদের দাবি আদায় হলে আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময়ে কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম সম্পন্ন করব।’ এতে আরও বলা হয়, ‘প্রণীত রাজস্ব অধ্যাদেশ বিষয়ে যে রিটটি হয়েছে, এর সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে এ রিটের অগ্রগতি বিষয়ে আমরা নজর রাখছি।’ এর আগে একই দাবিতে ১৪, ১৫ ও ১৭ মে কলমবিরতি কর্মসূচি পালন করেছেন এনবিআর কর্মকর্তারা। এ ছাড়া এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের দুই অ্যাসোসিয়েশনকে অকার্যকর ঘোষণা করেছেন।