শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দায়ীদের আজ (বুধবার) বেলা ১টার মধ্যে বিচার সম্পন্নের দাবিতে নতুন আলটিমেটাম দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতি। এর মধ্যে বিচার সম্পন্ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে টানা তৃতীয় দিনের মতো আজ বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। গতকাল ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক সমিতির নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় দোষীদের বিচার সম্পন্ন করে শিক্ষার পরিবেশ সৃষ্টির দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন কুয়েট শিক্ষকরা। গতকাল অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন বলেন, ‘আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক যাতে দ্রুত ক্লাসে ফিরে যেতে পারি। যদি এমন হয়, উনার (ভিসি) সিদ্ধান্তহীনতার কারণে আমরা ক্লাসে ফিরতে পারব না এবং এককভাবে উনি উনার দায়িত্ব নিচ্ছেন। তাহলে এক দফা দাবি ঘোষণা করতে হবে। উনি দায়িত্ব পালন করবেন কি না, তা উনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা উনাকে বলব, উনি দায়িত্ব পালন করতে পারলে ক্যাম্পাস পরিচালনা করবেন, না পারলে উনি উনার মতো সিদ্ধান্ত নেবেন।’
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা হয়। একই দিন কয়েকজন শিক্ষককেও লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এর পর থেকে কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।