রাজধানীর তেজগাঁওয়ে ঠাণ্ডু মিয়া নামে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ৫ লাখ সৌদি রিয়াল ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৬৯ হাজার রিয়াল উদ্ধার করা হয়েছে।
গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঠাণ্ডু মিয়া ৫ লাখ সৌদি রিয়াল নিয়ে প্রাইভেটকারে মহাখালীর দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তুহিন নামে তার এক কর্মচারী। তেজগাঁও সাতরাস্তা অ্যাসেনসিয়াল ড্রাগের সামনের সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে রিয়ালভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘পুলিশের জেরার মুখে তুহিন স্বীকার করে যে, তার লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এখন পর্যন্ত ছয়জনকে হেফাজতে নিয়েছি। খুব শিগগিরই পুরো চক্র ধরা পড়বে।’