সিলেটের মহাসড়কে যোগাযোগ ভোগান্তি নিরসনের দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর আহ্বানে নগরীর হুমায়ূন রশিদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এখান থেকে জেলাজুড়ে কর্মসূচি দেওয়া হয়েছে। একই দাবিতে আগের দিন সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সমাবেশ করা হয়। জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সিলেট-ঢাকা মহাসড়কের কাজ কয়েক বছর ধরে চলছে। বছরের পর বছর মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কাজের অগ্রগতি নেই। সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে এই গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। কচ্ছপগতির এই কাজের মাধ্যমে সিলেটবাসীর সঙ্গে মূলত মশকরা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সিলেট বিভাগকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। রেল ও আকাশপথেও সিলেটবাসী উন্নয়ন বঞ্চনার শিকার। এই আন্দোলন ন্যায্য অধিকার আদায়ের। ভোগান্তি নিরসনে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে ২০ অক্টোবর সিলেটবাসীকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি সিলেটের সব ইউএনওর কাছে স্মারকলিপি দেবে উপজেলা বিএনপি। এরপর কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে।’