১ অক্টোবর, ২০২০ ০৬:২৬

সৌদিতে প্রথম ‘কুকুর বান্ধব কফিশপ’

অনলাইন ডেস্ক

সৌদিতে প্রথম ‘কুকুর বান্ধব কফিশপ’

এই ক্যাফেতে এখন ক্রেতারা তাদের পোষা কুকুর নিয়ে যেতে পারেন

আবারও বিশ্বকে অবাক করে দিল সৌদি আরব। নারীদের গাড়ি চালানো, সিনেমা হল চালুসহ একাধিক সামাজিক পরিবর্তনের পরে এবার দেশটিতে প্রথম কুকুর বান্ধব ক্যাফে খোলা হয়েছে। 

দেশটির উপকূলীয় শহর খোবারে গত জুনে এই কাফে খোলা হয়, যার নাম 'দ্য বার্কিং লট'। 

এই ক্যাফের মালিক একজন কুয়েতি। তার নাম দালাল আহমেদ। তিনি এএফপিকে জানান, তিনি সৌদি আরবে এর আগে  সফরে এসেছিলেন এবং তখন এই কুকুর বান্ধব ক্যাফেটির ধারণা পান।

তিনি বলেন, 'আমি আমার কুকুরকে সঙ্গে নিয়ে সৌদি আরবে বেড়াতে এসেছিলাম। তবে তাকে নিয়ে সৈকতে হাঁটতে দেওয়া হয়নি। আমি খুব দুঃখ পেয়েছিলাম এবং সিদ্ধান্ত নিই যাদের কুকুর আছে তাদের জন্য একটি কফি শপ খোলার মাধ্যমে তাদের সাহায্য করব।' 

এই ক্যাফেতে এখন ক্রেতারা তাদের পোষা কুকুর নিয়ে যেতে পারেন। কুকুরকে সঙ্গে নিয়ে তারা সেখানে কফি পান করছেন।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর