আগামী এক থেকে দেড় মাসের মধ্যে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির আওতায় আনতে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এই কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষকদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে।
গত কয়েকদিন ধরে এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৯/আরাফাত