রাজধানীর অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে দাউদাউ করা ভয়ঙ্কর আগুনে পুড়েছে বহুতল ভবন এফআর টাওয়ার। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে লাগা টানা ছয় ঘণ্টার দানবরূপী আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ৫৯ জন রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বাকিরা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ফিরে গেছেন।
আজ শুক্রবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. বোরহান উদ্দিন জানান, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৭জন, ঢামেক বার্ন ইউনিটে ৬জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৫জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩জন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন, অ্যাপোলো হাসপাতালে ৬ জন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কারোর অবস্থা আশঙ্কাজনক নয়। বেশিরভাগই শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম