নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় স্থগিত করা হয়েছে।
এরআগে বৃহস্পতিবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের উভয় গ্রুপের চারজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
এ সময় গোলাগুলি ছাড়াও ১৫-২০টি ককটেল বিষ্ফোরণ ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় থেকে ঘণ্টাব্যাপী উপজেলার কবিরহাট বাজারে মিছিলে দু’গ্রুপ মিছিল নিয়ে মুখোমুখী হলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- ইকবাল হোসেন (৪২), ইব্রাহিম খলিল (৪০), জয়নাল আবদিন (৩৫), বোবা মুন্সি (৩০) এবং গুরুতর আহতরা হলেন- মো. হাসান (১৮), রয়েল (৩২) ও শরীফ (২৯)।
অজ্ঞাতনা আহত আরও কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালেসহ মাইজদীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন