স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভারতের সঙ্গে জাহাজ চলাচলে আমাদের দুই দেশের সম্পর্ক আরো সমৃদ্ধ ও দৃঢ় হবে। দেশী বিদেশী পর্যটকরা এর মাধ্যমে দেশের সুন্দরবনসহ নানা পর্যটন স্পট দেখতে পারবে যাত্রাপথে। এ জাহাজে ভ্রমণের কারণে সড়ক পথে চাপ করবে।
শুক্রবার বিকেলে ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকর্তৃক পরিচালিত বুড়িগঙ্গা নদীতে ভাসমান রেস্টুরেন্ট মেরি আন্ডারসনে আনুষ্ঠানিকভাবে এমবি মধুমতি জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এসব কথা বলেন।
একইদিন রাত ৯টায় মেরি আন্ডারসনের ভিআইপি ঘাট থেকে ৬১ জন পর্যটকসহ ১৩৭ জনের প্রথম বহর নিয়ে বাংলাদেশ থেকে কলকাতা যাচ্ছে এমবি মধুমতি। ৩১ মার্চ দুপুরে কলকাতা পৌঁছানোর আগে জাহাজটি বুড়িগঙ্গা হয়ে বরিশাল, বাগেরহাটের মোংলা, সুন্দরবন, খুলনার আন্টিহারা দিয়ে ভারতের হলদিয়ায় ঢুকবে। আর এ পুরো সময়টাতে পর্যটকেরা দেখতে পারবেন গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। ১ এপ্রিল ঢাকার উদ্দেশে রওনা দেবে এমভি মধুমতি।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, সদর ইউএনও নাহিদা বারিক।
বিডি প্রতিদিন/ফারজানা