জনগণের ঐক্য সৃষ্টি হলে দেশে দুর্নীতি অপশাসনের মুক্তি হবে বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সকলকে ঐক্যের ডাক দিয়ে সারা দেশের জেলা উপজেলায় যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যের কারণেই অনেক অসম্ভবকে সম্ভব করা হয়েছিল।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিতত্বে অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আরাফাত