জনগণ এখন আর সরকারের কোনো কথাই বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন, প্রতিটি স্বৈরাচারী সরকারের প্রধান বৈশিষ্ট্যই হলো- সবার মধ্যে একটা বিভক্তি তৈরি করে রাখা। এর মাধ্যমেই তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু সব মানুষ ঐক্যবদ্ধ হলে এই স্বৈরাচার দেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে। তিনি বলেন, এটা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নয়। জনগণ দেশের মালিক থাকলে আজ এ রকম দুরবস্থা আমাদের দেখতে হতো না। জনগণ এখন আর এ সরকারের কোনো কথাই বিশ্বাস করে না। কারণ এমন দুষ্কর্ম নেই, যা এ সরকারের লোকেরা করেনি। এখানে প্রতিদিনই সরকারি দলের লোকেরা মেয়েদের ধর্ষণ করছে, হত্যা করছে, গুম করছে। সকলকে ঐক্যবদ্ধভাবেই এই সব প্রতিরোধ করতে হবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, নাসরিন কাদের সিদ্দিকী প্রমুখ বক্তৃতা করেন। কৃষক শ্রমিক জনতা লীগ ‘বঙ্গবন্ধু হত্যা ও প্রতিরোধ যুদ্ধ’ শীর্ষক এ সভার আয়োজন করে।
বিডি-প্রতিদিন/মাহবুব