সরকারের প্রতি প্রশ্ন রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন, পরিবার পরিকল্পনা বাদ দিয়ে আপনারা কি ডেঙ্গু দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে চান? তিনি বলেন, দেশটা আজ জাহান্নামে পরিণত হয়েছে। তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। তিনি আরও বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট কোথায় ছিল রক্ষীবাহিনী আর কোথায় ছিল সেনাবাহিনী? বঙ্গবন্ধুকে হত্যা করা হচ্ছে- আর সরকার এসব জেনেও নীরব থেকেছে। এ দায় কার? আওয়ামী লীগের উচিত দোষারোপের বাইরে গিয়ে এ সত্য উপস্থাপন করা। জাতির ভবিষ্যৎ নির্মাণে বঙ্গবন্ধু হত্যার গভীর সত্য অনুসন্ধান করা উচিত, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নির্মাণ করা উচিত।
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, নাসরিন কাদের সিদ্দিকী প্রমুখ বক্তৃতা করেন। কৃষক শ্রমিক জনতা লীগ ‘বঙ্গবন্ধু হত্যা ও প্রতিরোধ যুদ্ধ’ শীর্ষক এ সভার আয়োজন করে।
জেএসডি সভাপতি আরোও বলেন, এ স্বৈরাচার, লুটেরা, ডাকাত সরকারকে ক্ষমতা থেকে সরাতে ঐক্যবদ্ধ কর্মসূচি দিতে হবে। এককভাবে কোনো দল কোনো কর্মসূচি পালনের মধ্য দিয়ে আসলে স্বৈরাচারের আয়ু আরো বৃদ্ধি করবে। ঐক্যবদ্ধ না হলে এই স্বৈরাচারকে সরানো যাবে না, ফ্যাসিবাদকে সরানো যাবে না।
বিডি-প্রতিদিন/মাহবুব