সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি এখন কুঁজো দলে পরিণত হয়েছে। আন্দোলন-সংগ্রাম করতে চাইলেও পারে না। বিএনপি এখন সোজা হয়ে দাঁড়াতে চাইলেও পারে না।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন। বক্তব্য দেন স্বাধীন বাংলা মুক্তিযোদ্ধা সমন্বয় ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের নেতা আসিবুর রহমান খান প্রমুখ।
সাবেক মন্ত্রী শাজাহান খান আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে কোনো এক ব্যক্তিকে নয়, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করা হয়েছিল। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছিলেন। স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়াও মুক্তিযুদ্ধবিরোধীদের মন্ত্রী বানিয়েছেন।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সাবেক এই মন্ত্রী বলেন, জাতীয় শোক দিবসে আজকে আমাদের অঙ্গীকার হবে যে কোনো পরিস্থিতিতে আমরা মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখবো। তাহলেই বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ বাস্তবায়ন হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম