জাপান সরকারের সাথে বাংলাদেশ সরকারের সহযোগিতা বিষয়ক স্মারক স্বাক্ষরিত হওয়ায় বিনা খরচে জাপান যেতে ইচ্ছুক দক্ষ কর্মীদের ট্রেনিং দিবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। গত মঙ্গলবার দক্ষকর্মী প্রেরণকারী নবম দেশ হিসাবে জাপানের সাথে বাংলাদেশ এই সহযোগিতা স্মারক স্বাক্ষর করে। এর ফলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশ থেকে প্রায় সাড়ে তিন লাখ দক্ষ শ্রমিক বিনা খরচে জাপানে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ এবং মো. ইকবাল হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।
এসময় কমিটিকে আরো জানানো হয়, টোকিওতে জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্রম মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়, জাপানের জাতীয় পরিকল্পনা এজেন্সি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে এই সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয়পক্ষ এসময় কর্মী প্রশিক্ষণ ও নিয়োগে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়লের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বোয়েসলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার