নিজের জেলার উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সরকারপ্রধানের সহায়তা কামনা করেছেন তিনি।
গতকাল বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
তিনি জানান, 'নড়াইলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে এসেছিলেন মাশরাফি। এসময় মাশরাফি নিজের জেলার উন্নয়নের রূপকল্প নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন।' নড়াইলের মানুষ হিসেবে পুরোটা সময় আমরা একসঙ্গে ছিলাম বলেও জানান এম এম ইমরুল কায়েস।
বিডি-প্রতিদিন/শফিক