দেশে গত কয়েক দিনের তুলনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বলা হয়েছে, দেশের কোথাও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না বা বন্যা নেই।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকা ছাড়া সব প্রধান নদনদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া চক রহিমপুরে কররোতয়ার পানি বিপৎসীমার ৫৪ মিলিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের বেশকিছু অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। একই সময়ে বাংলাদেশের উজানের চেরাপুঞ্জিতে ৭১ ও কৈলাশহরে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া চলতি মাসেই দেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক