দলীয় (বিএনপি) সিদ্ধান্ত হলেই সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ। এরই মধ্য পদত্যাগপত্র জমা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার বিকালে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় এ মন্তব্য করেন তিনি। আগামী ২৯ অক্টোবর রংপুর বিভাগীয় গণসামাবেশ সফল করতে এই মতবিনিময়সভার আয়োজন করে বিএনপি।
হারুনুর রশীদ বলেন, ‘দেশের গণতন্ত্র, অর্থনীতি ও স্বাধীনতা আজ বিপন্ন। মানুষের অধিকার আমরা হারিয়ে ফেলেছি। আমরা যে মুক্তির সংগ্রাম ও লড়াই শুরু করেছি তাতে বিজয় অর্জন করার জন্যই আমাদের এই সমাবেশ। ’
সভায় অন্যদের মধ্যে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত