'বিএনপির আন্দোলন তো খরার মধ্যে ছিল, ১৩ বছরই তো মরা গাঙে জোয়ার আসে নাই। এখন কিছু ঢেউ দেখতে পাচ্ছেন, এটাকেই ভাবছেন লক্ষ লোকের ঢেউ!'
রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, নিজেদের অতীত ভুলে যাবেন না, মার খেতে খেতে আমাদের কী অবস্থা হয়েছে! আওয়ামী লীগ অফিসের সামনে ফুটপাতে একুশে ফেব্রুয়ারির মিটিং আমরা করতে পারিনি। বাধা কাকে বলে বিএনপির কোনো নেতা আজ পর্যন্ত দেখেনি, তারা নির্যাতনের শিকার হয়নি।
ওবায়দুল কাদের বলেন, মোহাম্মদ নাসিম আজ নেই, কতবার তাকে রাস্তায় পেটানো হয়েছে। মতিয়া চৌধুরীকে পেটানো হয়েছে। একেবারেই সাধারণ একটি সমাবেশে আব্দুস সামাদ আজাদকে রেহাই দেওয়া হয়নি। বিএনপি এখন বাধার কথা বলে! তারা তো এখন রাস্তায় নামছে। আপনারা সাংবাদিকরা অনেকেই জানেন কিনা করেছে তারা, বাধা কাকে বলে! বিএনপি আমলে পাঁচ বছরে পাচদিনও আমি ওবায়দুল কাদের ঘরে থাকতে পারিনি। ফখরুল সাহেবরা বাসায় আছেন, সবাই ঘরে এসির নিচে আছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন