মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত পরিসরে চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।
বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিটিএ’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে আগামী শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সংক্ষিপ্ত পরিসরে চলবে চলমান লাগাতার অবস্থান কর্মসূচি। এ সময় বিটিএ’র ৬০ জন কেন্দ্রীয় নেতা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে সাধারণ শিক্ষকদের আগামী শুক্রবার দুপুর দুইটার পর থেকে ফের অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১১ জুলাই থেকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে আসছেন শিক্ষকরা।
বিডি-প্রতিদিন/বাজিত