রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

অনেক প্রত্যাশার স্বস্তির বৃষ্টি

অনেক প্রত্যাশার স্বস্তির বৃষ্টি

অবশেষে কাক্সিক্ষত বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও রাজধানীতে বৃষ্টির দেখা মেলেনি। সেই প্রত্যাশিত বৃষ্টি শুরু হয় গতকাল সন্ধ্যায়। তবে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়াও বয়েছে রাজধানীতে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে বৃষ্টি শুরু হয়ে চলে কিছুক্ষণ। অবশ্য আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। এ ছাড়া বৃষ্টির পাশাপাশি সারা দেশে বৈশাখী ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। এদিকে আজ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। গত দুই সপ্তাহের টানা দাবদাহ বিপর্যস্ত করেছে মানুষের জীবনযাত্রা। বৃষ্টির জন্য শুক্রবার বিশেষ দোয়াও হয়েছে দেশের মসজিদগুলোয়। গ্রামগঞ্জে বোরো চাষিরা বৃষ্টির অভাবে হাহাকার করছেন। লোডশেডিংয়ে খেতে পানি দিতে পারছেন না তারা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। আর ঢাকায় ছিল ৩৮ ডিগ্রি। শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিন শেষে সেই প্রত্যাশিত বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে রাজধানীবাসীকে।


আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- টাঙ্গাইল, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, মংলা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং বরিশাল ও রংপুর বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর ও ফেনী অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 

সর্বশেষ খবর