অবশেষে কাক্সিক্ষত বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও রাজধানীতে বৃষ্টির দেখা মেলেনি। সেই প্রত্যাশিত বৃষ্টি শুরু হয় গতকাল সন্ধ্যায়। তবে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়াও বয়েছে রাজধানীতে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে বৃষ্টি শুরু হয়ে চলে কিছুক্ষণ। অবশ্য আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। এ ছাড়া বৃষ্টির পাশাপাশি সারা দেশে বৈশাখী ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। এদিকে আজ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। গত দুই সপ্তাহের টানা দাবদাহ বিপর্যস্ত করেছে মানুষের জীবনযাত্রা। বৃষ্টির জন্য শুক্রবার বিশেষ দোয়াও হয়েছে দেশের মসজিদগুলোয়। গ্রামগঞ্জে বোরো চাষিরা বৃষ্টির অভাবে হাহাকার করছেন। লোডশেডিংয়ে খেতে পানি দিতে পারছেন না তারা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। আর ঢাকায় ছিল ৩৮ ডিগ্রি। শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিন শেষে সেই প্রত্যাশিত বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে রাজধানীবাসীকে।
আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- টাঙ্গাইল, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, মংলা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং বরিশাল ও রংপুর বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর ও ফেনী অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শিরোনাম
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
অনেক প্রত্যাশার স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর