অবশেষে কাক্সিক্ষত বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও রাজধানীতে বৃষ্টির দেখা মেলেনি। সেই প্রত্যাশিত বৃষ্টি শুরু হয় গতকাল সন্ধ্যায়। তবে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়াও বয়েছে রাজধানীতে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে বৃষ্টি শুরু হয়ে চলে কিছুক্ষণ। অবশ্য আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। এ ছাড়া বৃষ্টির পাশাপাশি সারা দেশে বৈশাখী ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। এদিকে আজ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। গত দুই সপ্তাহের টানা দাবদাহ বিপর্যস্ত করেছে মানুষের জীবনযাত্রা। বৃষ্টির জন্য শুক্রবার বিশেষ দোয়াও হয়েছে দেশের মসজিদগুলোয়। গ্রামগঞ্জে বোরো চাষিরা বৃষ্টির অভাবে হাহাকার করছেন। লোডশেডিংয়ে খেতে পানি দিতে পারছেন না তারা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। আর ঢাকায় ছিল ৩৮ ডিগ্রি। শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিন শেষে সেই প্রত্যাশিত বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে রাজধানীবাসীকে।
আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- টাঙ্গাইল, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, মংলা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং বরিশাল ও রংপুর বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর ও ফেনী অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
অনেক প্রত্যাশার স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর