চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল বাদ জোহর চরমোনাই দরবার শরিফের তিনদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের উদ্বোধনী বয়ানে পীর সাহেব আরও বলেন, মিয়ানমারের সৈন্যরা মুসলমানদের বর্বরভাবে হত্যা করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর বিরুদ্ধে কোনো কথা বলছে না। তাদের এ নীরবতা প্রমাণ করে তারা মুসলমানদের বিপক্ষে। ইসলামকে ধ্বংস করার জন্য যে কোনো সন্ত্রাসবাদকে তারা সমর্থন করে।
মাহফিলে প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্যান্ডেল করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৪৭টি ক্লোজ সার্কিট ক্যামেরা এবং দুই হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক দল দায়িত্ব পালন করছে। আজ দ্বিতীয় দিন বেলা ১১টায় ওলামা-মাশায়েখ-বুদ্ধিজীবী সম্মেলন অনুষ্ঠিত হবে।