মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রূপপুর প্রকল্প এলাকায় রাশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ায় পরমাণু বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত ৩৪ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল গতকাল নির্মাণাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সাইট পরিদর্শন করেছেন। এসব শিক্ষার্থীরা বার্ষিক গ্রীষ্মের ছুটি কাটাতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আয়োজিত দিনব্যাপী কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের রুপপুর প্রকল্প সাইটের বিভিন্ন অংশে চলমান কর্মকাণ্ড ঘুরে দেখানো হয়। ভবিষ্যতের পরমাণু বিশেষজ্ঞদের নির্মাণাধীন প্রকল্প সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদান করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

রুপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, দেশে একটি উন্নত ও টেকসই পারমাণবিক অবকাঠামো নির্মাণে প্রয়োজন দক্ষ জনশক্তি। পরমাণু শিল্পে মানবসম্পদ তৈরির অংশ হিসেবে এবং একটি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বর্তমানে রাশিয়ার বিখ্যাত ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি-মেফি’তে বর্তমানে ৪৩ জন বাংলাদেশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা লাভ করছেন। চুক্তি মোতাবেক প্রতি বছর পরমাণু বিজ্ঞান বিষয়ে অধ্যয়নের জন্য রুশ সরকার মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে।

সর্বশেষ খবর