রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার সন্তান মুক্তি হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

পাবনা জেলার সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা সন্তান মুক্তি খাতুনকে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’  কেন্দ্রীয় কমিটি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর বার বার হামলা হচ্ছে। সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই এসব হামলা চলছে। মুক্তি খাতুনের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে তারা দৃষ্টান্ত স্থাপন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপুসহ অন্যরা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবির।

সর্বশেষ খবর