বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণহানি ছাড়াল দুই লাখ

প্রতিদিন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, দেশটিতে গত মঙ্গলবার পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছয় ২ লাখ ৫ হাজার ৪৭৮ জনে। আক্রান্তের সংখ্যা অন্তত ৭১ লাখ। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ কোটি ১৯ লাখ প্রায়। মৃত্যুর সংখ্যা হয়েছে অন্তত ৯ লাখ ৭৭ হাজার। করোনা থেকে মুক্ত হওয়া মানুষের সংখ্যা হয়েছে ২ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ৮৬৮ জন। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটছে ভারতে। এরপরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। গত মঙ্গলবারের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় এদিন ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হন ৮০ হাজার ৩৯১ জন এবং মারা যান ১ হাজার ৫৬ জন। যুক্তরাষ্ট্রে এদিন আক্রান্ত হন ৩৫ হাজার ৬৯৬ জন এবং মারা যান ৯৬৯ জন। ব্রাজিলে আক্রান্ত হন ৩৫ হাজার ২৫২ জন এবং মারা যান ৮০৯ জন।

সর্বশেষ খবর