মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

একাত্তরের শব্দসৈনিক ডা. সুলতান আর নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একাত্তরের শব্দসৈনিক ডা. সুলতান আর নেই

স্বাধীনতার মাসেই করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সুলতান উল আলম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২২ দিন ধরে চট্টগ্রাম মহানগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গতকাল ভোর ৩টায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের শব্দসৈনিকের দায়িত্ব পালন করেন তিনি। তখন তিনি ছিলেন মেডিকেলের পঞ্চম বর্ষের ছাত্র। একসময় তিনি রেডিও পাকিস্তান, চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক ও সংবাদ পাঠক ছিলেন।

তাঁর বড় মেয়ে অ্যাডভোকেট সানজিদা আলম বলেন, ‘২১ ফেব্রুয়ারি বাবার শরীরে করোনা শনাক্ত হয়। তাঁকে প্রথমে সিএসসিআর এবং পরে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।’

সর্বশেষ খবর