গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারের বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল এক শোকবার্তায় তিনি এই দাবি জানিয়ে বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা ও আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি ৩০ লাখ টাকা সহায়তা দিতে হবে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, গত কয়েক বছর ধরে ঢাকাসহ সারা দেশে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনলে, দুর্ঘটনা এড়ানো যেত। মানুষের অপমৃত্যু যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সরকারের দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যে কারণে বাড়ি-ঘর, বহুতল ভবন, শিল্প কারখানা, নৌপথে ভয়াবহ দুর্ঘটনা একের পর এক বেড়ে চলেছে। ঢাকা শহরের ৭০ শতাংশ ভবন রাজউকের দুর্নীতির কারণে ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পর্যায়ক্রমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামীতে নগরবাসীকে আরও ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হবে।