গণ আন্দোলনের মুখে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার প্রেক্ষাপটে দেশে উদ্ভূত উত্তাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সঙ্গে সব ট্রেন যোগাযোগ বন্ধ করেছে ভারত। গতকাল বিকালে ভারতীয় রেলওয়ের এক মুখপাত্রের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স ও ইকোনোমিক টাইমস।
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করে তিনটি ট্রেন। এগুলো হলো ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন। ট্রেনগুলোর চলাচল বন্ধের কথা জানানো হলেও তা কখন চালু হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।