জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তারা। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় রাজস্ব ভবনে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী গিয়ে কর্মকর্তাদের শান্ত করে। তার আগে বিক্ষুব্ধ কর্মকর্তারা ভীতিপ্রদর্শন, নিয়োগে অনিয়ম, বদলি-পদায়ন ও পদোন্নতি বাণিজ্য, অবসরকালীন সুবিধা থেকে বঞ্চিত করা, পাচার ও লুণ্ঠনে সহায়তাসহ নানা অনিয়মে জড়িত এনবিআর চেয়ারম্যান ও তার দোসরদের পদত্যাগ দাবি করেন। প্রধান কার্যালয় ছাড়াও এতে অংশ নেন সারা দেশের দশম থেকে ২০তম গ্রেডের বঞ্চিত কর্মচারীরা। এ ছাড়া এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৯ দফা দাবি জানান তারা। দাবিগুলো হলো- প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে এনবিআরে পদায়ন না করা, আয়কর অথবা কাস্টমস ক্যাডার থেকে চেয়ারম্যান নিয়োগ, দুই বছর পর বদলিবাণিজ্য বন্ধ করা, অবৈধ নিয়োগ ও আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিল, পদায়নে জ্যেষ্ঠতা বিধিমালা ও আইন অনুসরণ, শূন্য পদে পদোন্নতি ও কোনো পদ খালি না রাখা, অ্যাসোসিয়েশনের সঙ্গে পরামর্শ করে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের সিদ্ধান্ত নিতে হবে ও আয়কর অনুবিভাগের সিদ্ধান্ত শুধু আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এনবিআরে উপস্থিত হয়ে কর্মচারীদের উদ্দেশে বলেন, আপনাদের সব দাবি লিখিতভাবে আমাদের কাছে দেন। আমরা তা যথাস্থানে পৌঁছে দেব।