'বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বছর পার করছে গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি। কুমিল্লা প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে যার প্রচেষ্টার কথা স্বীকার করতেই হয়, তিনি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। আগামীতেও তার হাত ধরে প্রবাসে কুমিল্লাবাসীর সুনাম অক্ষুণ্ন রাখবে গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি।' শুক্রবার সংগঠন কর্তৃক আমিরাত প্রবাসীদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যকালে এ কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম নিজাম।
আরব আমিরাতের শারজাহ রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান। ইফতার মাহফিল পূর্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, সহ সভাপতি আবুল কালাম, সহ সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দুবাইয়ে ১৯ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিনিধি মুহাম্মদ যাকারিয়ার সুললিত কণ্ঠ এবং সুস্পষ্ট কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। এসময় ইফতার মাহফিলে কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান সহ আবুধাবী, দুবা্ই, শারজাহ, আজমান, উম্ম আল কোয়েন, রাস আল খাইমাহর বিভিন্ন সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৪ জুলাই, ২০১৫/ রশিদা