ইতালির রাজধানী রোমে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিনটি পালন করেছে নেতাকর্মীরা। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ইফতার মাহফিলের পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আলী আহমেদ ঢালী। সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি হাবীব চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ফরাজী, জামান মোক্তারা, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, এম এ রব মিন্টু, সোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দিলিপ, মোজাফ্ফর হোসেন বাবুল, মাহবুব আলম প্রধান, হাবীব মকদম, মহিলা লীগের সভানেত্রী ইয়াসমিন আক্তার রুজি, সাধারণ সম্পাদিকা নয়না আহমেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি সৌকত হোসেন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি, যুবলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন এস কে সরকার, এনায়েত করিম, মাসুদ রানা, মামুন শেখসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, রাজধানী রোমে একটি চক্র সক্রিয় হয়ে উঠছে যারা রোম ঢাকা রোম রুটের সার্ভিস পূনরায় চালুর শ্লোগানে এ সার্ভিসকে চিরতরে বন্ধের ষড়যন্ত্রে কাজ করছে। ওই চক্রটি ডিস্টাল গ্রুপ থেকে মোটা অংকের টাকা খেয়ে এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন ইতালি আওয়ামী লীগের নেতা কর্মীরা। তারা আরও বলেন, এই চক্রটি শুধুমাত্র বিমান বন্ধের ষড়যন্ত্রই নয় দেশ ধ্বংসের ষড়যন্ত্রও করছে বলে মন্তব্য করেন। আলোচনা সভায় ইতালিস্থ আওয়ামী লীগ তথা সর্বস্তরের বাংলাদেশি নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানান।
আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও বলেন, বিমানের রোম ঢাকা রোম রুটের সার্ভিস পূনরায় চালুর দাবি সরকারকে অবগত করাতে হবে। দূতাবাসের সম্মুখে মানববন্ধন করে দেশের ভাবমূর্তি নষ্ট করে নয়। বিমানের সার্ভিস পূনরায় চালুর দাবিকে ইস্যু করে তারা বিদেশের মাটিতে বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের প্রতি হুঁশিয়ার করে বলেন, যারা বিমানের সার্ভিস পূনরায় চালুর দাবিতে বিমান সার্ভিস একেবারে বন্ধ এবং দেশের ভাবমূর্তি নষ্ট করছে তাদের কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ার করেন।
তারা আরও বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন, খুব শীঘ্রই বিমান সার্ভিস পুনরায় চালু হবে। এছাড়া অনুষ্ঠানের দলীয় নেতাকর্মীরা বক্তব্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের নানা তথ্য তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/ ০৪ জুলাই, ২০১৫/ রশিদা