রিয়াদের শিফা আলজাজিরা পলি ক্লিনিকের অডিটরিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন রিয়াদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা।
মাওলানা নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহীমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন রিয়াদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হযরত আল্লামা মাওলানা সৈয়দ আলাউদ্দিন আলী। প্রধান বক্তা ছিলেন রিয়াদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আল্লামা মাওলানা নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা আল্লামা মহিউদ্দিন আলআজহারী, নবগঠিত বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সংস্থা (বাপ্রসাস)-এর আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক অহিদুল ইসলাম, সদস্য সচিব ইউসূফ খাঁন, ব্যবসায়ী শাহ আলম, গোলাম সরোয়ার আপেল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসে সংযম সাধনার পাশাপাশি দুস্থদের সহায়তায় এগিয়ে এসে জাকাত-ফিতরার টাকা আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন রিয়াদ কেন্দ্রীয় কমিটির মাধ্যমে দেশের দরিদ্র ও দুস্থদের মাঝে পৌঁছে দেবার আহ্বান জানান। সবশেষে দেশ ও জাতির সুখ-শান্তি কামনায় মোনাজাত করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৪ জুলাই, ২০১৫/ রশিদা