স্কটল্যাণ্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে সনদ বিতরণ করেন নোবেলজয়ী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার অনুষ্ঠিত ওই সমাবর্তনে ড. কেরি কেনেডির হাতে ডিগ্রি তুলে দেন তিনি। এ ছাড়া ড. ইউনূসের সভাপতিত্ব ওই অনুষ্ঠানে আড়াই হাজারেরও বেশি স্নাতক পর্যায়ের ছাত্র, পাঁচ হাজারেরও বেশি অভিভাবক এবং তাদের বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৪ জুলাই, ২০১৫/ রোকেয়া।