সম্প্রতি বিশ্ব ব্যাংক কর্তৃক বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছে ডেনমার্ক আওয়ামী লীগ।
বিবৃতিতে আরও বলেন, শেখ হাসিনার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সাফল্যের সিড়ি বেয়ে উন্নতির শিখরে দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের আর্থ সামাজিক ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্বের উন্নত দেশ কতৃক প্রশংসিত হয়েছে বারবার। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ অর্জন করেছে। সমুদ্র বিজয় এর সাফল্যে সমুদ্রে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ও ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর করার মাধ্যমে এই সরকার আন্তর্জাতিক কূটনীতিতে সফল। স্বপ্নের পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। মেট্রোরেল এর কাজও চলছে। কর্ণফুলি নদীর নিচ দিয়ে টানেল নির্মার্ণের চুক্তি বাংলাদেশের বাণিজ্যের প্রসার ঘটাবে নিসন্দেহে। শেখ হাসিনার গতিশীল ও কার্যকরী নেতৃত্বে বাংলাদেশের জনগণ আস্থা আছে বলেই বাংলাদেশের টেকসই উন্নয়ন সম্ভব হচ্ছে। আশা করি আগামী দিনেও বারবার শেখ হাসিনার উপর জনগণ আস্থা রাখবে।
বিবৃতিতে সম্মতি জানান- জনাব মাহবুবুল হক, জনাব মাহবুব জামান আলিম, শাহাবুদ্দিন ভুইয়া, তাইফুর রহমান ভুইয়া, জনাব সুলতান মল্লিক, জনাব রুহুল আমিন কাজল, জনাব ইনসান ভুইয়া, সাইফুল ইসলাম রাফায়েত মিঠু, মোস্তফা মজুমদার বাচ্চু, মোহাম্মদ আলী মোল্লাহ লিঙ্কন, লিসানুর রহমান লিমন, ইকবাল মিঠু, জনাব নিজাম উদ্দিন, জনাব জাহেদ চৌধুরী, জাহেদুর রহমান কামরুল, জনাব এম আর মজুমদার খোকন, নাসির সরকার, মোহাম্মদ শহীদ, ড.বিদ্যুত বড়ুয়া, নুরুল ইসাম টিটু, সাব্বির মুন্সী, সামি দাস, হুমায়ুন কবির রানা, আমির জীবন, জাহাঙ্গীর আলম, নাইম উদ্দিন, জামাল আহমেদ, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সেলিম, তুষার বড়ুয়া, মঞ্জুরুল লিমন, মোহামদ কামরুল, সফিউল সাফী, ফজলে রাব্বি, সর্দার সাইদুর রহমান, শরিফুল ইসলাম, গোলাম কিবরিয়া শামিম, মোতালেব ভুইয়া, হিল্লোল বড়ুয়া, রেজাউল হক, মাসুদ রানা, রাশেদুল রুবেল, ইউসুফ চপল, দীপঙ্কর পাল, সুজন কুমার সাহা, আমির মোহাম্মেদ, ফাহমিদ আল মাহিদ, ইফতেখার সম্রাট, নাসরিন আকতার মুকুল, খাদিজা খাতুন মিনি, সৈয়দ পাভেল, শাহজালাল পিন্টু, কহিনুর আখতার মুকুল, রশিদ নিজাম, সুমন দাস প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৪ জুলাই, ২০১৫/মাহবুব