পবিত্র মক্কা নগরীর বুর্জ সুলতান হোটেলে শনিবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে ইফতার ও মতবিনিময় করেছেন রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক্স মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল কমিটির নেতৃবৃন্দ।
সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের জেনারেল একেএম শহীদুল করিম।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভি মক্কা প্রতিনিধি আমান উল্লাহ্, এশিয়ান টিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি, নিউজপেজ২৪.কম জেদ্দা প্রতিনিধি মোবারক হোসেন, এস টিভি ইউকে জেদ্দা প্রতিনিধি সেলিম, ইউকে বাংলা টিভি জেদ্দা প্রতিনিধি এমদাদুল হক, এটিএন বাংলা জেদ্দা প্রতিনিধি সাজেদুল হক, এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, এসএ টিভি জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল প্রমুখ।
সভায় বক্তারা সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে দ্রুততম সময়ের মধ্যে প্রেস উইং খোলার দাবী জানান। প্রধান অতিথি বিষয়টি মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা ক্রমে উদ্দোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/ ০৫ জুলাই, ২০১৫/ রশিদা