সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় গত রবিবার লুলু বোস্তান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল মদিনা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা।
মদিনা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মোর্শেদ আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি’র চেয়ারম্যান ড. অলি আহমেদ (বীর বিক্রম)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদিআরব ওলামাদলের সভাপতি রফিকুল ইসলাম মাদানী, মদিনা বিএনপির উপদেষ্টা রহমত আলী, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন আমিন, সহ-সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, এলডিপি নেতা শহীদুল ইসলাম, যুবদল নেতা মো. ইউনুস শিকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক এযাবত উল্লাহ ,বাহার আলম,খন্দকার শাহ আলম, ইব্রাহিম আলী, নূরে আলম, আব্দুর রশিদ, সুমন, মনির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা তৈয়ব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে ড. অলি আহমেদ পবিত্র কোরআনের বিভিন্ন উদ্ধৃতির মাধ্যমে বলেন, মাহে রমজানের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। নিয়মিত নামাজ পড়তে হবে,যে ব্যক্তি নামাজ পড়ে না সে কুফরি করে।এই রমজান মাসে আপনারা বেশি বেশি করে দোয়া করবেন।আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন বিগত দিনগুলোতে ৪ মাসে যে আন্দোলন হয়েছে, বৃটিশ আমল থেকে শুরু করে এত বড় আন্দোলন আর কখনো হয়নি। আল্লাহ কবুল করেন নাই বলে আন্দোলন সফল হয় নাই।
সবশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি রফিকুল ইসলাম মাদানী। ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৫ জুলাই, ২০১৫/ রশিদা