বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ঈদের নামাজ আদায় করলেন নিউজার্সির ফার্মিংডেল সিটিতে। বহুল আলোচিত সর্বশেষ কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ ঈদের নামাজ আদায় করেন ওয়াশিংটন ডিসিতে ইসলামিক সেন্টার মসজিদে। একই কেয়ারটেকার সরকারের চালিকাশক্তি হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত জেনারেল মঈন উ আহমেদ ঈদ নামাজ পড়েন ফ্লোরিডার পামবিচে নর্থ লেক ইসলামিক সেন্টারে। জেএসডি নেতা আ স ম রব সস্ত্রীক ঈদ করেন নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে। বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ঈদের নামাজ পড়েছেন নিউইয়র্ক সিটির ইস্ট এলমহার্স্টে। বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ঈদের নামাজ আদায় করেন ওয়াশিংটন ডিসিতে।
শুক্রবার সারা আমেরিকায় ঈদুল ফিতর পালিত হয় উৎসবমুখর পরিবেশে। কারণ আবহাওয়া ছিল খুবই চমৎকার। না গরম, না ঠাণ্ডা। কোথাও বৃষ্টি ঝরেনি। বাংলাদেশি স্টাইলে পাঞ্জাবী-পায়জামা এবং সেলোয়ার-কামিজ অথবা শাড়ি পড়ে নারী-পুরুষেরা ঈদ জামাতে অংশ নেন। নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো ঈদের আমেজে একাকার হয়ে যায়। ভিনদেশীরাও এ আনন্দে মিশে যান। প্রতিটি ঈদ জামাতেই মুসলমি বিশ্বের সুখ ও সমৃদ্ধির জন্যে বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমিন মসজিদ, প্যাটারসন জামে মসজিদ, ফ্লোরিডায় বোকারেটন ইসলামিক সেন্টার, লসএঞ্জেলেসে শ্যাটো রিক্রিয়েশন সেন্টার,আটলান্টিক সিটি হাই স্কুল মিলনায়তনে। সারা আমেরিকায় ২৬০০ মসজিদের ব্যবস্থাপনায় খোলা ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ায় আমেরিকায় আবারো মুসলমান সম্প্রদায়ের দৃঢ় অবস্থানের কথা সরবে উচ্চারিত হলো।
বিডি-প্রতিদিন/ ২০ জুলাই, ২০১৫/ রশিদা