শ্রীলংকায় প্রবাসী বাংলাদেশিরা শনিবার পবিত্র ঈদুল ফিতর পালন করেন। রাজধানী কলম্বো ও আশপাশের এলাকায় বসবসকাররী অধিকাংশ বাংলাদেশিরা অন্যান্য মুসল্লীদের সঙ্গে কলম্বোর মনোরম সমুদ্র সৈকত সংলগ্ন ‘গল ফেস’ এলাকার উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত দেশের প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ করেন।
শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসান ঈদ উপলক্ষ্যে তার বাসভবনে (বাংলাদেশ ভবনে) এক ‘ওপেন হাউস’ নৈশভোজের আয়োজন করেন। ভবনের সামনের সুসজ্জিত বাগানে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা, শ্রীলংকায় প্রশিক্ষণাধীন বাংলাদেশের সামরিক কর্মকর্তারা এবং বাংলাদেশ হাই কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীরা সপরিবারে অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা হাই কমিশনার ও তার সহধর্মিনীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনময় করেন এবং একে অপরের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন।
পরিবেশিত বাংলাদেশি খাবার ও মিষ্টান্ন অতিথিরা বিশেষভাবে উপভোগ করেন। ঈদের আমেজে অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়।
বিডি-প্রতিদিন/ ২২ জুলাই, ২০১৫/ রশিদা